শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাগরে হারিয়ে যাওয়া জেলেদের 'মৃত' ঘোষণা করা হবে

ম যাযাদি ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২২, ০০:০০

সাগরে মাছ শিকারে গিয়ে হারিয়ে যাওয়া জেলেদের 'প্রয়োজনের ক্ষেত্রে মৃত ঘোষণা করতে' ডিসি সম্মেলন থেকে আসা একটি প্রস্তাব বিবেচনায় নিয়েছে সরকার। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে জানান প্রতিমন্ত্রী এনামুর রহমান।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সাগরে মাছ ধরতে গিয়ে অনেক জেলে নিখোঁজ হয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে ফিরে না এলেও তাদের জেলা প্রশাসকরা মৃত ঘোষণা করতে পারেন না। ডিসিরা আমাদের প্রস্তাব দিয়েছেন যেন, আইন কাঠামো তৈরি করে তাদের মৃত ঘোষণা করার ব্যবস্থা করা হয়। তা না হলে ওই পরিরবারের লোকেরা অনেক সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকেন। এটা একটা সুন্দর প্রস্তাব। মন্ত্রিপরিষদ আলোচনা করে এটার বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে বলেছি। পাশের দেশে এটার কী সমাধান দেওয়া আছে সেটা অনুসরণ করতে বলেছি।'

বৈঠকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য এককালীন অর্থ বরাদ্দ চেয়েছেন ডিসিরা। প্রতিমন্ত্রী বলেন, 'আমরা সেখানে দ্বিমত করেছি। দুই বা তিন কিস্তিতে অর্থ বরাদ্দ দিলে কাজের গতি ঠিক থাকে, মনিটরিং ভালো হয়, ভালো ফলাফল পাওয়া যায়।'

পাহাড়ধস ঠেকাতে আগাম কোনো সংকেত দেওয়া যায় কি না, সেটা দেখতে প্রস্তাব এসেছিল ডিসি সম্মেলন থেকে। বৈঠকে সেই প্রস্তাবটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

এনামুর বলেন, 'করোনার দুই বছরে ৭ কোটি মানুষকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে, ৩৩৩-এর মাধ্যমে কল পেয়ে ২২ লাখ মানুষকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। বৈঠকে সেগুলো আলোচনা হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, বন্যা আশ্রয়কেন্দ্রে এবং মুজিব কেলস্নার সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেছেন। আমরা সেই প্রস্তাব গ্রহণ করেছি। কারণ ঘূর্ণিঝড় বন্যা মোকাবিলা করতে গিয়ে আমরা দেখেছি আশ্রয়কেন্দ্রের ঘাটতি আছে। আশ্রয়কেন্দ্রে বৃষ্টির পানি ধরে রাখার প্রস্তাবও ছিল, সেটা নিয়ে সরকার আগে থেকেই কাজ করছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে