খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আজ (বৃহস্পতিবার) থেকে উপজেলা পর্যায়ে এক হাজার ৭৬০ জন ডিলারের মাধ্যমে ওএমএসে চাল ও আটা বিক্রি শুরু হবে। চাল ৩০ টাকা কেজি ও আটা ১৮ টাকা কেজিতে দেওয়া হবে। যদিও সরকারিভাবে এ চালের আমদানি খরচ ৩৬ থেকে ৩৭ টাকা।
বুধবার সকালে ডিসি সম্মেলনে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সেশনে যোগদান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় খাদ্যসচিব ডক্টর মোছাম্মৎ নাজমানারা খানুম উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, চালের মজুত সর্বকালের সর্ববৃহৎ। মজুতকৃত চাল মানসম্পন্ন, ফলে মানুষ খাবে। ওএমএস যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেজন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও অধিদপ্তরে মনিটরিং টিম গঠন করা হয়েছে, জেলা-উপজেলা পর্যায়ে টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ মজুতদার চিহ্নিত করতে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd