বিএনপি সন্ত্রাসের পথ ধরে এগিয়ে যেতে চায় : মায়া

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

মতলব (চঁাদপুর) সংবাদদাতা
দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, পল্টনে দলীয় কাযার্লয়ের সামনে বিএনপি যে তাÐব চালিয়েছে সেটি পূবর্ পরিকল্পিত। তারা আসলে নিবার্চনে আসতে চায় না। নিবার্চন বানচাল করতেই তারা এ অস্থিরতা সৃষ্টি করছে। পল্টনে পুলিশের ওপর হামলা করে প্রমাণ করেছে, তারা তাদের পুরনো পথ, আগুন সন্ত্রাসের পথ, সেই পথ ধরে এগিয়ে যেতে চায়। কারণ তারা জানে বাংলাদেশের জনগণের সমথর্ন তাদের পক্ষে নেই। শুক্রবার বিকালে একাদশ সংসদ নিবার্চন উপলক্ষে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে চঁাদপুর-২ নিবার্চনী এলাকার তার নিজ গ্রামের বাড়ি মোহনপুরে উপজেলার সেন্টারভিত্তিক নেতাকমীের্দর নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান সদ্য উপাধ্যক্ষ পদে পদায়নপ্রাপ্ত ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামের কৃতী সন্তান ড. আবু জাফর খান দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ত্রাণমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম জজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. আবু জাফর খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান প্রমুখ।