শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সেই সেফুদার বিচার শুরু

ম যাযাদি ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২২, ০০:০০

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অস্ট্রিয়া প্রবাসী সেফাতউলস্নাহ ওরফে সেফুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

বুধবার ঢাকার সাইবার ট্রাইবু্যনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। এদিকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই ট্রাইবু্যনালের বিচারক।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারী আসামি সেফাতউলস্নাহ সেফুদার বিরুদ্ধে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিবেদন দাখিল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে