মাদক ব্যবসায়ীরা শয়তানের চেয়ে ভয়ংকর: শামীম ওসমান

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
মাদক ব্যবসায়ী ইবলিশ শয়তানের চেয়ে বেশি ভয়ংকর বলে আখ্যায়িত করলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। তিনি মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারি করে বলেন, ‘এখনো সময় আছে ভালো হয়ে যান নতুবা পুলিশের বন্দুকের গুলির বারুদ মাদকের জন্য তৈরি হয়ে আছে। মাদকব্যবসায়ী আমার দলের হলেও ছাড় পাবে না। সন্ত্রাস, মাদক ব্যবসায়ী হলে আমার দরকার নাই। খারাপ লোক নিয়ে আমি রাজনীতি করতে চাই না। খারাপ লোক একশ না হয়ে ১০ জন ভালো মানুষ আমার দরকার।’ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাইলট স্কুল মাঠে একাদশ নিবার্চন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০০১ সালে নিবার্চনের পর নিবার্চনে আমার নারী পুলিং এজেন্ট হওয়ার অপরাধে বিএনপির লোকজন ধষর্ণ করেছিল। আমার অনেক নেতাকমীর্র উপর হামলা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। এ ছাড়াও আমার ভাই হওয়ার অপরাধে সেলিম ওসমানের ফ্যাক্টরিতে হামলা করা হয়েছিল। খামারের গরুর বান কেটে ফেলা হয়েছিল। এমনকি আমার বাড়ি হীরা মহলে আগুন দেয়া হয়েছিল। ফতুল্লা ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়াডর্ এলাকায় নিবার্চনী আলোচনা সভায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সানাউল্লাহ, সাংগঠনিক সস্পাদক মীর সোহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন আক্তার প্রমুখ।