শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হারিয়ে যাচ্ছে রঙ বেরঙের শাপলা

খাগড়াছড়ি প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২২, ০০:০০

খাগড়াছড়িসহ পার্বত্যাঞ্চলের বিলে-ঝিলে ও ডোবা-নালায় এক সময় শাপলা ফুলের সমারোহ ছিল চোখে পড়ার মতো। বর্ষা থেকে শরতের শেষ পর্যন্ত বিভিন্ন জলাশয়ে এমনিতেই জন্মাত প্রচুর শাপলা-শালুক ও ঢ্যাপ। শিশুরা তো বটেই সব বয়সের মানুষ রঙ-বেরঙের শাপলার বাহারি রূপে মুগ্ধ হতেন। অনেকের খাদ্য তালিকায়ও ছিল এসব জলজ উদ্ভিদ। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে শাপলা।

জাতীয় ফুল শাপলা সাধারণত আবদ্ধ অগভীর জলাশয়, খাল-বিলে জন্মে থাকে। শাপলা খুব পুষ্টি সমৃদ্ধ সবজি, ঔষধি কাজে ব্যবহৃত হয়। স্থানীয়ভাবে সহজলভ্য হওয়ায় এলাকার লোকজন শাপলা তুলে খাদ্য হিসেবে ব্যবহার করত। অনেকে আবার শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন। ঐতিহাসিক কাল থেকেই শাপলার ফল (ঢ্যাপ) দিয়ে চমৎকার সুস্বাদু খৈ তৈরি হয়। মাটির নিচের মূল অংশকে শালুক বলে।

বর্তমানে বাড়তি জনগণের চাপের কারণে আবাদি জমি ভরাট করে বাড়ি, পুকুর, মাছের ঘের বানানোর ফলে বিলের পরিমাণ কমে গেছে। যার কারণে শাপলা জন্মানোর জায়গাও কমে আসছে। এছাড়া কৃষি জমিতে স্থাপনা নির্মাণের ফলেও শাপলা আজ বিলুপ্তির পথে।

অনেকে বলেন, জমিতে অতি মাত্রায় কীটনাশক ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে শাপলাফুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে