সংবাদ সঙ্কপে

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
এমপি বাবলা করোনায় আক্রান্ত ম যাযাদি রিপোর্ট জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার মুঠোফোনে বাবলা বলেন, শনিবার সংসদে করোনা পরীক্ষা করলে রোববার পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। শারীরিকভাবে ভালো আছেন জানিয়ে আবু হোসেন বাবলা সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। মোবাইল গ্রাহকদের অভিযোগ শুনতে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ ম যাযাদি ডেস্ক মোবাইল ফোনের সেবা নিয়ে গ্রাহকদের অভিযোগ শুনতে ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই কমিটিকে সব মোবাইল অপারেটরের কলড্রপ, নেটওয়ার্কের ধীরগতি, অতিরিক্ত কল চার্জ, ইন্টারনেট প্যাকেজ বিষয়ে পর্যবেক্ষণ এবং গ্রাহকদের সব ধরনের অভিযোগ শুনতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে কমিটিকে এক মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাসুম ও অ্যাডভোকেট সাইফুর রহমান রাহী। ডেল্টা লাইফে ৬ ফেব্রম্নয়ারি পর্যন্ত প্রশাসক থাকতে বাধা নেই ম যাযাদি ডেস্ক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্সু্যরেন্সে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আগামী ৬ ফেব্রম্নয়ারি পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে নির্ধারিত দিন পর্যন্ত ওই প্রশাসকের স্বপদে থাকতে আপাতত কোনো বাধা রইল না। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে ডেল্টা লাইফ ইন্সু্যরেন্সের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার কারিশমা জাহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ। এর আগে ২০২১ সালের ১১ ফেব্রম্নয়ারি আইডিআরএর সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোলস্নাকে ডেল্টা লাইফ ইন্সু্যরেন্সের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ স্থায়ী জামিন পেলেন ম যাযাদি ডেস্ক দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের স্থায়ী জামিন দিয়েছেন আদালত। রোববার আবুল কালাম আজাদের পক্ষে তার আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত স্থায়ীভাবে জামিন মঞ্জুর করেন। আদালতে দুদক শাখার কর্মকর্তা জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৭ অক্টোবর ও ২ নভেম্বর দুই দফায় অস্থায়ীভাবে জামিন মঞ্জুর করেন আদালত। এরও আগে গত ২৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- রিজেন্ট গ্রম্নপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।