ডেঙ্গু আক্রান্ত নেই দেশে

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
দেশের কোথাও কোনো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ ভর্তি হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিন একজনও মারা যায়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২ জন রোগী ভর্তি রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২২ জন। ১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১১৬ জন ছাড়া পেয়েছেন। এ পর্যন্ত কেউ আক্রান্ত হয়ে মারা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃতু্য হয়েছে। তার মধ্যে জুলাইয়ে ১২, আগস্টে ৩৪, সেপ্টেম্বরে ২৩ এবং অক্টোবরে ২২, নভেম্বরে ৭, ডিসেম্বরে ৭ জন মারা গিয়েছে।