তিন জেলার করোনা চিত্র

গাজীপুরে নতুন আক্রান্ত ২২৪ সংক্রমণের হার ৪৯.৩৪%

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২২, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৪৫৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের নতুন হার দাঁড়িয়েছে ৪৯.৩৪ শতাংশে। এদিকে গত মঙ্গলবার করোনায় গাজীপুরে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে গাজীপুরে করোনায় মোট মারা গেছেন ৫০৮ জন। এখানে সর্বশেষ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪২৭ জনে। বুধবার সন্ধ্যায় গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, ২৪ ঘণ্টায় ৪৫৬ জনের নমুনা পরীক্ষায় ২২৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে কালীগঞ্জ উপজেলায় ২৪ জন, কালিয়াকৈর উপজেলায় ২০ জন, কাপাসিয়া উপজেলায় ১২ জন, শ্রীপুর উপজেলায় ২২ জন ও গাজীপুর সদরে ১৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার নতুন করে করোয় একজনের মৃতু্য হয়েছে। এ পর্যন্ত গাজীপুরে মোট মৃতু্যর সংখ্যা দাঁড়িয়েছে-৫০৮ জনে। এ পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪২ জনে এবং করোনামুক্ত হয়েছেন ২৪ হাজার ৪৯১ জন।