অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুইজন গ্রেপ্তার

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২২, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ফাউগান এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছেনর্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর্ যাব-১-এর সদস্যরা। এ সময় অপহৃত যুবক মুনজেল আলীকে (৪৫) উদ্ধার করা হয়। তিনি কুষ্টিয়ার খোকশা উপজেলার কমলাপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে। তিনি রাজেন্দ্রপুর সেনানিবাসে সেন্টার অ্যামোনিশন ডিপো (সিএডি) পদে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেনর্ যাব-১ পোড়াবাড়ী স্পেশালাইজড-এর কোম্পানি কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম। এর আগে, বুধবার বিকাল চারটার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ফাউগান সড়কে ওই অপহরণের ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন- শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাউগান গ্রামের কমল দাসের ছেলে সাগর দাস (২৭) এবং উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে রাজেন্দ্রপুর নোয়াগাঁও গ্রামের নূর মোহাম্মদের ছেলে আব্দুর রাজ্জাক (২৮)।