রক্তের লিটার ১১ লাখ টাকা!

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
লিমিউলাস প্রজাতির কঁাকড়া
অবিশ্বাস্য হলেও সত্য যে, লিমিউলাস নামে এক প্রজাতির কঁাকড়ার প্রতিলিটার রক্তের দাম ১১ লাখ টাকারও বেশি। অশ্বক্ষুরের ন্যায় দেখতে উপবৃত্তাকার এই কঁাকড়ার নাম লিমিউলাস। কিন্তু এটিকে কঁাকড়া বলা হলেও প্রজাতিগত দিক থেকে মাকড়সার সঙ্গে মিল বেশি। রক্তের অসাধারণ ক্ষমতার কারণে লিমিউলাস বা অশ্বক্ষুরাকৃতি কঁাকড়া যেকোনো ব্যাকটেরিয়া এবং বিষাক্ত পদাথর্ থেকে নিজেদের রক্ষা করতে পারে। তাই চিকিৎসাবিজ্ঞানে তাদের গুরুত্ব অপরিসীম। কঁাকড়ার রক্তে অ্যামিবোসাইট আছে। যা মাত্র এক লাখ কোটি ভাগের এক ভাগ ব্যাকটেরিয়ার উপস্থিতিতে রক্ত জমাট করতে পারে। যেখানে স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে সময় লাগে ৪৮ ঘণ্টা। প্রতিবছর প্রায় ছয় লাখ কঁাকড়া ধরা হয় যুক্তরাষ্ট্রের সমুদ্র উপক‚ল থেকে। এর মধ্যে তাদের থেকে ৩০ শতাংশ রক্ত নেয়া হয়। এ নিয়ে সম্প্রতি বেশ বিতকর্ তৈরি হয়েছে। কারণ, এর ফলে ১০-২০ শতাংশ কঁাকড়া মারা যায় বলে জানিয়েছেন কতিপয় প্রাণিবিজ্ঞানী।