বাসের নিচ থেকে নবজাতক উদ্ধার

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজর্ন হলের সামনে থাকা একটি বাসের নিচ থেকে জীবিত এক নবজাতককে (মেয়ে) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে নবজাতকটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভতির্ করা হয়েছে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ঢাবির নিরাপত্তাকমীর্ মো. শাহিন মিয়া জানান, কাজর্ন হলের সামনের রাস্তায় পাকির্ংয়ে থাকা বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) একটি বাসের নিচে ওড়নায় মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান গাড়িচালক। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি জানালে আমরা কয়েকজন মিলে নবজাতকটি উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচাজর্ (এসআই) বাচ্চু মিয়া জানান, নবজাতকটিকে হাসপতালের ২১১ নম্বর ওয়াডের্ ভতির্ রাখা হয়েছেন। ধারণা করা হচ্ছে, কেউ নবজাতকটিকে ওইখানে ফেলে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন নবজাতকের ওজন ১ হাজার গ্রাম।