এরশাদের পালিত কন্যা মৌসুমীর বিরুদ্ধে মামলা

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

রবিউল হুসাইন, সোনারগঁা
অনন্যা হুসেইন মৌসুমী
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পাটির্র (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পালিত কন্যা ও জাতীয় মহিলা পাটির্র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগঁা থানায় এ মামলাটি দায়ের করা হয়। মৌসুমী তার ফেসবুকে জাতীয় পাটির্র বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে ইঙ্গিত করে আপত্তিজনক স্ট্যাটাস দেয়ায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ-৩ (সোনারগঁা) আসনের জাতীয় পাটির্র বতর্মান সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পাটির্র সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার পিএস ও সোনারগঁা উপজেলা ছাত্রসমাজের সভাপতি ফজলুল হক বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন সোনারগঁা থানা পুলিশের পরিদশর্ক (তদন্ত) সেলিম মিয়া। মামলায় উল্লেখ করা হয়, অনন্যা হুসেইন মৌসুমী তার ফেসবুকে জাতীয় পাটির্র মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে ইঙ্গিত করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে মহাসচিবের মানহানি করছেন। এ ব্যাপারে অনন্যা হুসেইন মৌসুমী জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। তিনি রাজনৈতিকভাবেই এ মামলার মোকাবেলা করবেন।