আদমজী ইপিজেডের শ্রমিকদের ২০ কোটি টাকা পরিশোধ

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার বন্ধ হয়ে যাওয়া কুয়েত-বাংলাদেশ যৌথ মালিকানাধীন সুয়াদ গামের্ন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি ২৭৭৯ শ্রমিকের ২০ কোটি টাকা পাওনা পরিশোধ করেছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কতৃর্পক্ষ (বেপজা)’র নিরলস প্রচেষ্টায় এই পাওনা পরিশোধ করা সম্ভব হলো। সুয়াদ গামের্ন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১৪ সাল থেকে আদমজী ইপিজেডে ব্যবসা পরিচালনা করে আসছিল। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে ব্যবসা পরিচালনা করতে সক্ষম না হওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিকদের ভবিষ্য তহবিল (পিএফ) ও গ্র্যাচুইটি বাবদ প্রায় ২০ কোটি টাকা পরিশোধের জন্য সুয়াদ গামের্ন্টস কতৃর্পক্ষকে বেপজা থেকে বারবার তাগাদা দেয়া হয়। বেপজার ঐকান্তিক প্রচেষ্টায় শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হয়। Ñবিজ্ঞপ্তি