বাংলাদেশে আসছেন লোটোর প্রেসিডেন্ট আন্দ্রেয়া টোমাট

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
আন্দ্রেয়া টোমাট
লোটো স্পোটর্ ইটালিয়া এসপিএ এবং স্টোন ফ্লাই এসপিএ-এর প্রেসিডেন্ট আন্দ্রেয়া টোমাট দুই দিনের সফরে আজ বাংলাদেশ আসছেন। এই সফরে তিনি বাংলাদেশে লোটো’র সকল ব্যবসায়িক পাটর্নার, লোটো’র কমর্কতার্ এবং বিভিন্ন পত্রপত্রিকা ও টিভি সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন। তিনি বাংলাদেশে ফুটওয়্যার এবং অ্যাপারেলস ব্যবসার সফলতা এবং এর সম্ভাব্য বাজার বৃদ্ধিকরণ বিষয়ে কথা বলবেন। আন্দ্রেয়া টোমাট ১৯৮২ সালে ভেনিসেরকা’ ফরসারি বিশ^বিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে উচ্চতর ডিগ্রি লাভ করেন। এরপর বেলুনোতে অবস্থিত মাকির্ন বহুজাতিক কোম্পানি ইটন কপোের্রশনে তার কমর্জীবন শুরু হয়। পরবতীের্ত মিলানে তিনি দু’বছর একটি ইটালিয়ান হোল্ডিং কোম্পানির কপোের্রট অ্যাফেয়াসর্ ম্যানেজমেন্টে হিসেবে কাজ করেন। আন্দ্রেয়া টোমাট সবসময়ই নতুন এবং ভিন্ন ধারার সব ডিজাইনের উদ্ভাবন নিয়ে কাজ করতে পছন্দ করেন। বিভিন্ন অঞ্চলের অথৈর্নতিক এবং সামাজিক উন্নয়নে তার যথেষ্ট ভূমিকা রয়েছে। বিজ্ঞপ্তি