জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে স্থপতি নিজামউদ্দিন আহমেদের যোগদান

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা স্থপতি ডক্টর নিজামউদ্দিন আহমেদ। তিনি বুধবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. মশিউর রহমান নতুন উপ-উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত মঙ্গলবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ স্থপতি নিজামউদ্দিন আহমেদকে ৪ বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ডক্টর নিজামউদ্দিন স্থাপত্য বিষয়ে একজন জনপ্রিয় লেখক। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- একোস্টিক্টস্‌ অব আর্কিটেক্টস, কিশোর বিশ্ব স্থাপত্য, ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচার ফর ডেভেলপিং কান্ট্রিজ, অগ্নি নিরাপত্তা প্রভৃতি।