আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

প্রকাশ | ১৭ মে ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
মানবসেবায় অনন্য দায়িত্বপালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের দিন হিসেবে বিশ্বব্যাপী ১২ মে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা লেডি ইউথ দ্য ল্যাম্পখ্যাত এই মহীয়সী নারীর ওইদিন ছিল ২০২তম জন্মবার্ষিকী। আন্তর্জাতিক নার্সিং কাউন্সিল কর্তৃক নির্ধারিত এ বছরের নার্স দিবসের প্রতিপাদ্য 'স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্য নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন"। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বর্ণাঢ্য র?্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ফ্লোরেন্স নাইটিংগেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। আন্তর্জাতিক নার্স দিবস-২০২২ উপলক্ষে এদিন সকাল ১১টায় অধিদপ্তরের মিলনায়তনে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লোকমান হোসেন মিয়া, সিনিয়র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন নীতিশ চন্দ্র সরকার, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ; স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা; স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. আহমেদুল কবীর; স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ; স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির; পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. রেজাউল করিম (অতিরিক্ত সচিব); বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার রাশিদা আক্তার; ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী; বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বর্ধন জং রানা; কানাডিয়ান হাই কমিশনের উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ফারজানা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার (অতিরিক্ত সচিব)। সেমিনারে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পক্ষ থেকে আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য বিষয়ের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে কোভিড রোগীর সেবা প্রদানকারী দু'জন নার্স তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। বিজ্ঞপ্তি