এত লোকের নামে স্স্নোগান দেওয়া মোটেও ঠিক না

আলোচনা সভায় ওবায়দুল কাদের

প্রকাশ | ২৩ মে ২০২২, ০০:০০

যাযাদি রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আছে বলেই বাংলাদেশ আজ ভালো আছে উলেস্নখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'আমার নামে কোনো স্স্নোগান দেবেন না, স্স্নোগান দেবেন বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নামে। এত লোকের নামে স্স্নোগান দেওয়া মোটেও ঠিক না। শেখ হাসিনা থাকলে আমরা আছি। তার হাতে দেশ, এজন্য বাংলাদেশ আজও পথহারা হয়নি।' রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ মাছ উৎপাদনে পৃথিবীতে তৃতীয় স্থানে রয়েছে। আজ খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, তেমনি মাছ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। আমরা আরও এগিয়ে যাব। আমাদের একটি সংগঠন আছে, তারা সারা বাংলায় মাছ চাষে উৎসাহ দেওয়ার জন্য প্রচারণা করবে। তিনি বলেন, আমাদের এখানে মূল সমস্যা হলো, আমরা কথা বলি, কাজ করি কম। আমি আপনাদের রিপোর্ট জানতে চাই। কী কী কাজ করেছেন? শুধু এক-একটা দিবস এলে, এখানে বক্তৃতার আসর বসানো হয়। বক্তৃতা শেষ, সব শেষ। পরে আর কোনো কাজকর্ম নেই, শুধু ঘুরে বেড়ানো। এমন মৎস্যজীবী লীগের কোনো দরকার নেই। অকাজে মৎস্যজীবী লীগকে স্বীকৃতি দেব না, স্বীকৃতি দিয়েছি কাজ করার জন্য। কাজ কতটুকু করছেন, সেটা দেখব। মৎস্যজীবী লীগের কাজ শহরে না জানিয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, আপনাদের কাজ গ্রামবাংলায়, সারাবাংলায়। যেখানে মাছের উৎপাদন হয়, সেটাই আপনাদের কর্মস্থল। ঢাকায় বসে বসে নেতাগিরি করলে হবে না। মৎস্যজীবী লীগের নেতারা কয়টি জেলা সফর করেছেন সেটা জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পদ্মা সেতুর নির্মাণকাজ শুরুর সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির নেতাদের উপহাসের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ। এখন উদ্বোধনের কথা শুনলেই বিএনপির মুখ কালো হয়ে যায়। বর্তমান পদ্ধতি মেনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বিএনপি। পানি ঘোলা করে সময় এলে বিএনপি নির্বাচনে অংশ নেবে। নিয়মের বাইরে অন্য কোনো পথ নেই। বিএনপিকে নিয়ম মেনেই নির্বাচনে আসতে হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির কথায় শেখ হাসিনার সরকার পদত্যাগ করবে কেন? বিএনপির কথায় শেখ হাসিনা পদত্যাগ করবেন না। বিএনপি ব্যর্থ রাজনৈতিক দল। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। তাদেরই (বিএনপি) টপ টু বটম পদত্যাগ করতে হবে। বিশ্বসভায় শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসিত। ফখরুল সাহেব, চিৎকার-চেঁচামেচি করে লাভ নেই। ক্ষমতার পরিবর্তন হবে নির্বাচনে। মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর, মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক ও সহ-সভাপতি আবুল বাশার মুহাম্মদ আলম প্রমুখ।