আগামীকাল রাঙামাটি জেলা আওয়ামী লীগের কাউন্সিল সভাপতি ও সম্পাদক পদে ৪ প্রার্থী

প্রকাশ | ২৩ মে ২০২২, ০০:০০

ম স্টাফ রিপোর্টার, রাঙামাটি
দীর্ঘ ১০ বছর পর আগামীকাল মঙ্গলবার রাঙামাটি জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, পাশাপাশি চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। কারা এবার গুরুত্বপূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসছেন। জানা গেছে, সভাপতি পদে ২জন এবং সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে ২০১২ সালের ৮ ডিসেম্বর রাঙামাটি জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত টানা ২৬ বছরে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। দীর্ঘ ২৬ বছর ধরে সভাপতি পদে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস কেউ পাননি। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনকালে কয়েকবার সংসদ সদস্য ও সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। দীপংকর তালুকদারের কেন্দ্রের লবিং ভালো থাকায় তার বিরুদ্ধে কেউ দাঁড়াতে সাহস পায়নি। এবার কাউন্সিলের পরিস্থিতি ভিন্ন হওয়ায় সভাপতি পদে দাঁড়াচ্ছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সচিব পদ মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। নিখিল কুমার চাকমা ইতোপূর্বে নানিয়াচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সভাপতি পদের তো সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বর্তমান সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর ও সাবেক সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দীন। দীপংকর তালুকদার এমপির প্যানেলে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর ও নিখিল কুমার চাকমার প্যানেলে বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দীন। এদিকে বিগত সময়ে যারা দায়িত্বে ছিলেন তাদের আচার আচরণ ও দলীয় সুযোগ-সুবিধা ভোগ করা এবং ত্যাগী নেতাদের বঞ্চিত রাখা- এসব নিয়ে হিসাব নিকাশ চলছে। জেলা সম্মেলনকে ঘিরে উজ্জীবিত দলের নেতাকর্মীরা। তাদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তৎপর হয়ে উঠেছেন প্রার্থীরা। তারা ভোটের জন্য কাউন্সিলের বাসায় বাসায় ধর্ণা দিচ্ছেন। তবে সাধারণ কাউন্সিলররা চান সিলেকশন নয়, ইলেকশন। সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক বর্তমান কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি জানান, শান্তিপূর্ণভাবে কাউন্সিল শেষ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না থাকলে কাল সময়মতো সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, যুগ্ম সম্পাদক সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতাদের যোগ দেওয়ার কথা রয়েছে।