একাদশ সংসদ নিবার্চন

আবদার টিকল না আরিফুলের মুক্তাদিরই বিএনপির প্রাথীর্

সিলেট-১ আসন

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আরিফুল হক চৌধুরী
মযার্দাপূণর্ সিলেট-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে এ আসনে মুক্তাদিরকে মনোনয়ন না দিয়ে ইনাম আহমদ চৌধুরীকে দেয়ার জন্য দলের হাইকমান্ডের কাছে চিঠি লিখে অনুরোধ করেছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র, কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরীসহ ৫১ নেতা। কিন্তু দাবি উপেক্ষা করে খন্দকার মুক্তাদিরকেই ধানের শীষ প্রতীক দিয়ে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। শনিবার সন্ধ্যায় সিলেট-১ আসনে বিএনপির পক্ষ থেকে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। মুক্তাদির এই আসনের সাবেক এমপি খন্দকার আব্দুল মালিকের ছেলে। মুক্তাদিরের মনোনয়ন প্রাপ্তিতে অনেকটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দলটির একাংশের নেতাকমীের্দর মাঝে। এর আগে খন্দকার মুক্তাদিরের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান, সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরীকেও মনোনয়ন দেয় বিএনপি। দলের প্রাথমিক মনোনয়নপত্র নিয়ে মাঠে ছিলেন ইনাম। সিলেটে সংবাদ সম্মেলনসহ দলীয় নেতাকমীের্দর সঙ্গে বিভিন্ন কমর্সূচিও পালন করেন মনোনয়নপ্রাপ্ত প্রবীণ এ নেতা। এদিকে দুই প্রাথীর্ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে সিলেট বিএনপিতে। দলের শীষর্ পযাের্য়র নেতারা এই বিভক্তি থেকে নিজেদের দূরে রাখলেও শুক্রবার অনেকটা হঠাৎ করেই ইনাম আহমদ চৌধুরীর পক্ষে অবস্থান নেন বিএনপির কেন্দ্রীয় সদস্য, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৫১ জন বিএনপি নেতা। তারা মুক্তাদিরের বদলে ইনাম আহমদ চৌধুরীকে মযার্দাপূণর্ সিলেট-১ আসনে দলীয় মনোনয়ন দেয়ার জন্য বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলামের কাছে লিখিত আবেদন করেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিটি নিবার্চনে অনেকটা বৈরী পরিবেশে ধানের শীষের বিজয় ছিনিয়ে এনেছিলেন আরিফুল হক। এই বিজয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও গ্রহণযোগ্যতা তৈরি হয় আরিফের। তবে এবার আর টিকল না আরিফুল হক চৌধুরীর সেই আবদার। প্রাথীর্ হওয়ার বদলে ইনাম আহমদ চৌধুরী বিএনপির নিবার্চন পরিচালনা কমিটির দায়িত্বে থাকবেন বলে জানা গেছে। তবে এই বিরোধ মিটিয়ে মুক্তাদিরের পক্ষে সিলেট বিএনপি কতটুকু ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এ নিয়ে প্রশ্ন আছে নেতাকমীের্দর মধ্যে।