চট্টগ্রামে মোরশেদ খান আউট, সুফিয়ান ইন

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
এম মোরশেদ খান
চট্টগ্রাম-৮ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে বাদ দিয়ে চট্টগ্রাম জেলা বিএনপির নগর বিএনপির সভাপতি আবু সুফিয়ানকে চ‚ড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কাযার্লয় থেকে এই এ-সংক্রান্ত চ‚ড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়। মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনে প্রাথীর্ বদলে প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আবদুল হামিদ ডাবলুকে চ‚ড়ান্ত মনোনয়ন দেয়ার গুঞ্জন ছড়ালেও তাকে কোনো চিঠি দেয়া হয়নি। ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নিবার্চনে রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন; এরপর কোনো দলের একাধিক প্রাথীর্ থাকলে ব্যালটে নাম থেকে যাবে। শেষ সময় বিএনপি চেয়ারপারসনের কাযার্লয় থেকে ঢাকা-১ আসনে আবু আশফাক খন্দকার, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবী, ঢাকা-১৪ এবি সিদ্দিক সাজু এবং রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফাকে চ‚ড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়। চিঠি নিয়েই তারা দ্রæত রিটানির্ং কমর্কতার্র কাযার্লয়ের দিকে রওনা হন। এদিকে ঢাকা-৬ আসনে ভোট করতে চাইলেও দলের সিদ্ধান্ত মেনে সরে দঁাড়ানোর ঘোষণা দিয়েছেন ওই আসনের এক সময়ের সংসদ সদস্য ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। পুরান ঢাকার এই আসনটিতে ধানের শীষ প্রতীক দেয়া হয়েছে বিএনপির নতুন জোটসঙ্গী গণফোরামের নিবার্হী সভাপতি সুব্রত চৌধুরীকে। রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কাযার্লয়ে যান ইশরাক। তিনি সেখানে স্কাইপে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। এরপর বেরিয়ে সাংবাদিকদের সামনে এসে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন খোকাপুত্র। তিনি বলেন, ‘আমি দলের সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আমার বাবা সাদেক হোসেন খোকা ১৯৯১ সাল থেকে ২৭-২৮ বছর এই আসনটি ধরে রেখেছেন। এখন বৃহত্তর স্বাথের্ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের কারাবন্দি দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৃহত্তর স্বাথের্র জন্য অনেক সময় ব্যক্তি-স্বাথর্ বলি দিতে হয়। আমি আমার ব্যক্তি স্বাথের্ক বলি দিলাম।’ নিজের সমথর্কদের উদ্দেশে ইশরাক বলেন, ‘সবাই শান্ত থাকুন। দলের জন্য এক হয়ে কাজ করতে হবে, ঐক্যের স্বাথের্ এক সঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীকের জন্য এক সঙ্গে কাজ করতে হবে, প্রাথীর্ কে এটা মুখ্য বিষয় নয়।’