‘উদ্বিগ্ন’ শাহ মোয়াজ্জেম চাইলেন নিরাপত্তা

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
শাহ মোয়াজ্জেম হোসেন
‘উদ্বিগ্ন’ বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন নিজের ও কমীর্-সমথর্কদের নিরাপত্তা নিয়ে চেয়ে প্রধান নিবার্চন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে আবেদন করেছেন। সোমবার রাজধানীর আগারগঁাওয়ে নিবার্চন কমিশনে সিইসির কাছে এ সংক্রান্ত আবেদন জমা দেন তিনি। আবেদনে শাহ মোয়াজ্জেম বলেন, ‘গত শনিবার আমার এলাকায় এক কমীর্র বিয়ের অনুষ্ঠান থেকে আরেক অসুস্থ নেতাকে দেখতে যাওয়ার জন্য পাথরঘাটার উদ্দেশে রওনা হই। পথিমধ্যে সিরাজদিখানের কুচিয়ামুরায় ১৫-২০ জন দুবৃর্ত্ত দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতকির্ত হামলা চালায়। এ সময় আমাদের পঁাচটি গাড়ি ভাঙচুর করে তারা। আমাকে হত্যার উদ্দেশ্যে গুলিও ছোড়া হয়।’ ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, ‘আমার সহকমীর্রা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। তারা বতর্মানে চিকিৎসাধীন। স্থানীয় লোকজনের সহায়তায় আমরা সেদিন প্রাণে বেঁচে যাই।’ তিনি বলেন, ‘এ অবস্থায় আমি ও আমার নিবার্চন এলাকার জনগণ এবং কমীর্-সমথর্কদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, যা নিবার্চনী আচরণবিধি অনুযায়ী, লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রেও বড় অন্তরায়। তাই আপনাকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’ একাদশ জাতীয় সংসদ নিবার্চনে শাহ মোয়াজ্জেম হোসেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসন থেকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর আগে তিনি এরশাদ সরকারের সময়ে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার আসনে অন্য প্রাথীর্রা হলেন-জাকের পাটির্র আতাউর রহমান, বিকল্পধারা বাংলাদেশের মাহী বদরুদ্দোজা (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আতিকুর রহমান, জাতীয় পাটির্র শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পাটির্র সমর দত্ত।