গুলশানের রাজা হতে চাই: নাজমুল হুদা

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
নাজমুল হুদা
ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রাথীর্ হিসেবে সিংহ প্রতীক পেয়ে নাজমুল হুদা বলেছেন, ‘সিংহ যেমন বনের রাজা, আমিও গুলশানের রাজা হতে চাই। আমি এ নিবার্চনে জিতব।’ সোমবার ঢাকার বিভাগীয় রিটানির্ং কমর্কতার্র কাছ থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনের প্রতীক পাওয়ার পর তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী নাজমুল হুদা এখন তৃণমূল বিএনপির চেয়ারম্যান। শুরুতে তার মনোনয়ন বাতিল হলেও নিবার্চন কমিশনে তিনি আপিল করলে তা বৈধ ঘোষণা করা হয়। নাজমুল হুদা বলেন, তিনি জানেন, ঢাকার-১৭ আসনে অনেক জনপ্রিয় প্রাথীর্ আছেন। তবে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। নাজমুল হুদা বলেন, ‘সিংহ কখনো পরাজিত হয় না। সিংহ যেমন বনের রাজা, আমিও গুলশানের রাজা হতে চাই।’ গুলশানসহ নিবার্চনী এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করে নাজমুল হুদা বলেন, তাদের ¯েøাগান সহিংস না। সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন কায়েম করবেন। এলাকার মানুষের পাশে থেকে মানুষের মন জয় করার চেষ্টা করবেন। এলাকার মানুষের সঙ্গে সুসম্পকর্ বজায় রেখে তাদের দাবি পূরণ করবেন। এদিকে দুনীির্তর মামলায় দÐপ্রাপ্ত নাজমুল হুদাকে বিচারিক আদালতে আত্মসমপর্ণ করতে আদেশ দিয়েছেন উচ্চ আদালত। মামলার ব্যাপারে কোনো কথা বলতে চাননি তিনি। এর আগে নাজমুল হুদা সাংবাদিকদের জানান, সাজা বাতিল চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন তিনি। ঢাকা-১৭ আসনে ১০ জন প্রাথীর্ লড়বেন। এখানে জাতীয় পাটির্র চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ধানের শীষ প্রতীক নিয়ে আন্দালিব রহমান পাথর্, আওয়ামী লীগের প্রাথীর্ চিত্রনায়ক ফারুক প্রতিদ্ব›িদ্বতা করবেন। ঢাকা মহানগরের ১৫টি আসনে ১৩২ জন প্রাথীর্ লড়বেন। সোমবার তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এদিকে ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের প্রাথীর্ ইলিয়াস মোল্লা নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের বলেন, আইন সবার জন্য সমান। তিনি সাংসদ। আইন তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। ইলিয়াস মোল্লা বলেন, গত ১০ বছরে এলাকার মানুষের পাশে থেকেছেন। নিবার্চনে তিনি জিতবেন।