আফরোজা আব্বাসের প্রচারণায় বাধা

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বুধবার রাজধানীর সবুজবাগের বৌদ্ধ মন্দির এলাকায় ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রাথীর্ আফরোজা আব্বাসের প্রচারণায় ছাত্রলীগের হামলা চালানোর পর পুলিশের কাছে অভিযোগ করেন তারা Ñযাযাদি
নিবার্চনী প্রচারণা চালাতে গিয়ে দুই দফা হামলার শিকার হতে হয়েছে ঢাকা-৯ আসনে বিএনপির প্রাথীর্ আফরোজা আব্বাসকে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-৯ নিবার্চনী এলাকার বৌদ্ধমন্দির এলাকায় বিএনপি প্রাথীর্ আফরোজা আব্বাসের নিবার্চনী প্রচারণায় ছাত্রলীগ হামলা চালিয়েছে। অপরদিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ দুপুর পৌনে ১টার দিকে জানান, রাজধানীর মাদারটেক এলাকায় আফরোজা আব্বাসের গাড়িবহরে হামলা হয়। অন্যদিকে নিবার্চনী প্রচারণায় বাধা দিতে এলে প্রতিরোধের ক্ষমতা রাখেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রাথীর্ মিজার্ আব্বাস। বুধবার দুপুর ১২টায় মতিঝিল জনতা ব্যাংকের সামনে নিবার্চনী জনসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। মিজার্ আব্বাস বলেন, ‘আমরা শুনেছি পরিবাগের দিকে শতাধিক ক্যাডার লাঠি হাতে অপেক্ষা করছে। আমি বিএনপি নেতাদের বলব, আমি যাওয়ার পর কেউ হামলা করলে আমি তার প্রতিরোধ করার ক্ষমতা রাখি। তারা দেখি কতো বাধা দিতে পারে।’ সকালে পরপর কয়েকবার আমার স্ত্রী আফরোজা আব্বাসের প্রচারণায় হামলা হয়েছে। কিন্তু পুলিশ দঁাড়িয়ে থেকে হামলা দেখেছে। পুলিশের সহায়তায় এই হামলা করা হয়েছে,’ বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। মিজার্ আব্বাস বলেন, উসকানি দিয়ে যতই চেষ্টা করুন না কেন? কোনো পরিস্থিতেই ঐক্যফ্রন্ট নিবার্চনী মাঠ ছাড়বে না।