প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দিতে হবে: মিজার্ ফখরুল

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর বুধবার নিজ নিবার্চনী এলাকা ঠাকুরগঁাওয়ের মোহাম্মদপুরের মাতৃগঁাওয়ে পথসভায় বক্তৃতা করেন Ñযাযাদি
বিএনপির মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ভোট চুরি করতে পারে, তাই বিএনপি নেতাকমীর্ ও সমথর্কদের সঙ্গে নিয়ে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। বুধবার দুপুরে নিজ জেলা ঠাকুরগঁাওয়ের নিবার্চনী এলাকার মোহাম্মদপুরের মাতৃগঁাওয়ে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপির কোনো বন্দুক-পিস্তল-অস্ত্র নেই, শুধু রয়েছে ভোটের দিনে একটি ব্যালট পেপার। যা দিয়ে সরকার পরিবতর্ন করা যেতে পারে। তাই সরকার পরিবতের্নর জন্য আগামী ৩০ তারিখে ধানের শীষে ভোট দিতে হবে। ফখরুল বলেন, গত ১০ বছর আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। গত ১০ বছরে দেশের অথর্নীতি, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে মানুষের সব অধিকার হরণ করেছে তারা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে বন্দি করে রেখেছে আওয়ামী লীগ। তাই নিবার্চনের মধ্য দিয়ে ভবিষ্যতে বেঁচে থাকার অধিকার ঠিক করতে হবে। তিনি আরও বলেন, ‘সকল দল যখন সরকার পতন করতে ঐক্যবদ্ধ হয়েছে, তখন নিবার্চন বানচালের পঁায়তারা করছে আওয়ামী লীগ। আপনাদের বলছি, কোনো উসকানিতে পা দেবেন না। আমরা নিবার্চনে যাব এবং শেষ মুহূতর্ পযর্ন্ত দেখব। সরকার ইতোমধ্যে বিএনপির গণজোয়ারে হতাশ হয়ে পড়েছে। তাই দলীয় ও প্রশাসনকে ব্যবহার করে নিবার্চন বানচাল করার পরিকল্পনা করছে তারা। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুঃশাসন ও দুনীির্ত প্রতিরোধে ধানের শীষের্ ভোট দেয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এই নিবার্চন।’ বিএনপি এ নেতা বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে। গ্র্যাজুয়েশন পযর্ন্ত মেয়েদের ফ্রি ভাতা দেওয়া হবে। দেশের জনগণ নিরাপদে থাকতে পারবে।’ ঠাকুরগঁাও সদর উপজেলা, মোহাম্মদপুর, নারগুণ, ছোট খেঁাচাবাড়ি, খেরশাডাঙ্গী ও কাজিপাড়ায় গণসংযোগ করেন মিজার্ ফখরুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, নারগুণ ইউপির চেয়ারম্যান পয়গাম আলী ও আল মামুন প্রমুখ।