সৈয়দ আশরাফের পক্ষে ভোটের মাঠে পরিবার

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সৈয়দ আশরাফুল ইসলাম
কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রাথীর্ জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিতিতে তার হয়ে নিবার্চনী প্রচারণা পরিচালনা করছেন দলের পাশাপাশি তার পরিবারের সদস্যরা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম অনেক দিন ধরেই গুরুতর অসুস্থ অবস্থায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থাতেই তাকে মনোনয়ন দেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে সৈয়দ আশরাফুল ইসলামের নিবার্চন পরিচালনায় মাঠে নেমেছেন তার ভাই-বোনসহ আত্মীয়রা। দলীয় নেতাকমীের্দর সঙ্গে নিয়ে নিবার্চনী মাঠ চষে বেড়াচ্ছেন তারা। বুধবার সকালে হোসেনপুর উপজেলা সদরে আসাদুজ্জামান খান অডিটরিয়ামে সৈয়দ আশরাফুল ইসলামের সমথের্ন স্থানীয় আওয়ামী লীগের বিশেষ বধির্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নেন, সৈয়দ আশরাফের ভাই মেজর জেনারেল অব. সাফায়েতুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। এতে অংশ নেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হকসহ দলের বিভিন্ন পযাের্য়র নেতাকমীর্রা বক্তৃতা করেন। বক্তারা বলেন, সৈয়দ আশরাফ একটি আবেগ, অনুভ‚তি ও ভালোবাসার নাম। তাই আগামী নিবার্চনে জনগণ তাকে আবারও নিবাির্চত করে সুস্থ অবস্থায় তাদের মাঝে ফিরিয়ে আনবেন।