লুনা ও মিল্লাতের মনোনয়ন স্থগিত

গাজীপুরে মিলন গ্রেপ্তার

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সিলেট-২ আসনে বিএনপির প্রাথীর্ তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নিবার্চন কমিশনের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোটর্। একই আসনে মহাজোটের শরিক জাতীয় পাটির্র প্রাথীর্ ইয়াহহিয়া চৌধুরীর করা এক রিট পিটিশনের শুনানি নিয়ে বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোটের্র একটি দ্বৈত বেঞ্চ। হাইকোটের্র এই আদেশ জানার এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাহসিনা রুশদীর লুনা বলেন, এটি এক ধরনের হয়রানি। মহাজোটের প্রাথীর্ ২০১৪ সালের নিবার্চনে বিনা ভোটে এমপি হয়েছিলেন, এবারও সেই চেষ্টা করছেন। ফের বিনা ভোটে এমপি হতে ষড়যন্ত্রে লিপ্ত মহাজোট প্রাথীর্। লুনা হাইকোটের্র আদেশের বিরুদ্ধে রায় করবেন জানিয়ে বলেন, ‘আমি আশা করছি আদালতের মাধ্যমেই মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথির্তা ফিরে পাব।’ লুনা আরও বলেন, মহাজোটের প্রাথীর্ ২০১৪ সালে বিনা ভোটে এমপি হয়েছিলেন, এবারও শুরু থেকেই সেই পঁায়তারা করছেন। একই অভিযোগ তিনি প্রধান নিবার্চন কমিশনে দিয়েছিলেন; কিন্তু কমিশন যাচাই-বাছাই করে শুনানি শেষে তার প্রাথির্তা বহাল রাখে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধিমালায় রয়েছে আগের দিন চাকরি থেকে ইস্তফা দিয়ে পরের দিন সংসদ নিবার্চনে প্রাথীর্ হওয়া যাবে। তবু তিনি গত ১ জুলাই ডেপুটি রেজিস্ট্রারের পদ থেকে ইস্তফা দেন। চাকরি ছাড়ার ছয় মাস অতিবাহিত হওয়ার পর তিনি প্রাথীর্ হয়েছেন। নিবার্চন কমিশনও তার প্রাথির্তা বৈধ করে তাকে প্রতীক বরাদ্দ দিয়েছেন। তিনি বলেন, ‘এ বিষয় নিয়ে আবারও আদালতে যাওয়া আমাকে হয়রানি করা ছাড়া কিছুই নয়। আমি আশা করি, এই আদেশের বিরুদ্ধে আপিল করলে আদালতের মাধ্যমেই স্থগিতাদেশ প্রত্যাহার হবে।’ এ বিষয়ে মহাজোটের প্রাথীর্ ইয়াহহিয়া চৌধুরী বলেন, তিনি আবেদন করেছিলেন নিবার্চন কমিশনে। কিন্তু কিভাবে আদালতে গেল সেটি তিনি জানেন না। তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলে জানাতে পারবেন। মিল্লাতের প্রাথির্তাও স্থগিত অন্যদিকে জামালপুর-১ আসনে বিএনপির প্রাথীর্ রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন বৈধ ঘোষণা করে নিবার্চন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছে হাই কোটর্। ওই আসনে আওয়ামী লীগের প্রাথীর্ সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোটর্ বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেয়। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনির্ জেনারেল মোতাহার হোসেন সাজু। আদেশের পর খুরশীদ আলম খান বলেন, ওয়ান-ইলেভেনের সময় দুনীির্তর মামলায় রশিদুজ্জামান মিল্লাতের সাত বছরের সাজা হয়। পরে এর বিরুদ্ধে আপিল করে তিনি মামলা থেকে খালাস পান। দুদক ও রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে আপিল বিভাগ মামলাটি পুনঃশুনানির জন্য পাঠায়। এ অবস্থায় রিটানির্ং কমর্কতার্ রাশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র বাতিল করলেও নিবার্চন কমিশনে আপিল করে প্রাথির্তা ফিরে পান তিনি। নিবার্চন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোটের্ রিট করেন ওই আসনে আওয়ামী লীগের প্রাথীর্ আবুল কালাম আজাদ। শুনানি শেষে আদালত নিবার্চন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করায় মিল্লাত আর নিবার্চন করতে পারছেন না বলে রিটকারী পক্ষের আইনজীবী জানান। গাজীপুরে বিএনপির প্রাথীর্ মিলন গ্রেফতার গাজীপুর প্রতিনিধি জানান, একাদশ জাতীয় সংসদ নিবার্চনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রাথীর্ জেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গ্রামের বাড়ি কালীগঞ্জের বতুর্ল থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ফজলুল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার সাতটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গাজীপুর আদালতে নেয়া হচ্ছে। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ জানান, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে ছিলেন। তারপরও এলাকায় না আসতে হুমকি দেয়া হচ্ছিল। কয়েক দিন আগে তার ঢাকার বাসায় রাতে অভিযান চালায় পুলিশ। বাসায় না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করেতে পারেনি। গ্রেফতার আতঙ্কে তিনি এতদিন এলাকায় আসেননি। সকাল ১০টার দিকে ফজলুল হক মিলন গ্রামের বাড়িতে আসলে বেলা আড়াইটার দিকে তাকে গাজীপুর ডিবি পুলিশ গ্রেফতার করে।