হেদায়েত হোসেন চৌধুরী স্মরণে মিলাদ ও দোয়া

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
হেদায়েত হোসেন চৌধুরী
যথাযোগ্য মযার্দায় কণর্ফুলী গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি হেদায়েত হোসেন চৌধুরীর চতুথর্ মৃত্যুবাষির্কী পালিত হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর এ উপলক্ষে রাজধানীর পরীবাগস্থ সা’দাত নূর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ এবং দোয়া মাহফিলে মরহুমের তিন সন্তানসহ তার পরিবারের সদস্যদের সুন্দর জীবন-যাপন পরিচালনা এবং শারীরিক সুস্থতা চেয়ে আল্লাহর দরবারে প্রাথর্না জানানো হয়। অনুষ্ঠানে মরহুম হেদায়েত হোসেন চৌধুরীর কনিষ্ঠপুত্র সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং জ্যেষ্ঠপুত্র সাঈদ হোসেন চৌধুরীর ছেলে, এইচআরসি গ্রæপের কপোের্রট কো-অডিের্নটর হালিফ রাইস চৌধুরীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম হাফেজ ফজলুল করিম। শুরুতে পরিবারের সদস্যরা অন্যদের সঙ্গে নিয়ে একত্রে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে হেদায়েত হোসেন চৌধুরীর ছোট ছেলে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী জানান, পুরো পরিবারের পক্ষ থেকে এ মিলাদের আয়োজন করা হয়েছে। তিনি ইমামকে তার পিতা ও মাতা দুই জনের জন্যই দোয়া করার আহŸান জানান। তার বক্তব্য শেষে প্রথমে মিলাদ এবং পরে দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদে সাত খতম কোরআন তেলওয়াত করে তা মরহুমের আত্মার মাগফেরাতের জন্য পেশ করা হয়। দোয়া অনুষ্ঠানে ইমাম হাফেজ ফজলুল করিম মরহুম হেদায়েত হোসেন চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তার স্ত্রী রাশেদা হোসেন চৌধুরীর আত্মারও মাগফেরাত কামনা করা হয়। এছাড়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীঘার্য়ু এবং শান্তি কামনা করা হয়। প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর অনন্য কীতির্মান শিল্পপতি, প্রখ্যাত শিক্ষানুরাগী, ভাষাসৈনিক ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সহকমীর্সহ দেশ-বিদেশে অবস্থানরত লাখো অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কঁাদিয়ে পরপারে পাড়ি জমান।