একাদশ সংসদ নিবার্চন

নড়াইলের সবাই যেন মাশরাফির ভোটের কমীর্

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
তরুণ সমাজ মাশরাফি বিন মতুর্জার জন্য বিভিন্ন এলাকায় স্বতঃস্ফ‚তর্ভাবে কাজ করছেন। ছবিতে এক তরুণ কমীর্ দেয়ালে দেয়ালে নিবার্চনী পোস্টার লাগাচ্ছেন Ñযাযাদি
জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার জন্য এবার নড়াইলে ব্যতিক্রমী নিবার্চনী প্রচারণা চলছে। শুধুমাত্র মাশরাফি নিবার্চন করছেন বলেই সকল শ্রেণিপেশার মানুষ যার যার নিজ খরচে নিবার্চনসামগ্রী তৈরিসহ প্রচারণার সকল ব্যয়ভার বহন করছেন। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার অধীনস্থ ৬৮টি স্পোটর্স ক্লাবের কমর্কতার্-কমর্চারীরা নিজ নিজ খরচে বিভিন্ন এলাকায় মাশরাফির পক্ষে নৌকা মাকার্য় ভোট চাচ্ছেন। এ প্রসঙ্গে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, প্রধানমন্ত্রী মাশরাফিকে নৌকা মাকার্র মনোনয়ন দিয়ে যেমনি নড়াইলকে সম্মান দিয়েছেন তেমনি ক্রীড়াঙ্গনকেও সম্মানিত করেছেন। তাই জেলা ক্রীড়া সংস্থার অধীনে যতগুলো স্পোটর্স ক্লাব আছে তাদের সকলকে মাশরাফিকে বিজয়ী করার জন্য সব ধরনের সহযোগিতা করতে নিদের্শ দেয়া হয়েছে। সকল ক্লাবের সদস্যরা নিজ খরচে নিবার্চনী প্রচারণার কাজ করছে। নড়াইল কঁাচাবাজারের ছোট্ট একটি হোটেল খান জাহান আলী। হোটেলটির মালিক ইসহাক হোসেন। ইসহাক সকালে হোটেলের কাস্টমার সামলে ৯টা থেকে শুরু করেছেন মাশরাফির জন্য নৌকা তৈরির কাজ। দোকানের তিনজন কমর্চারী নিয়ে ঝঁাপিয়ে পড়েছেন মাশরাফির নিবার্চনী প্রচারণায়। বঁাশের কঞ্চি দিয়ে নৌকার কাঠামো বানিয়ে তাতে সেলাই করে লাল-সবুজ কাপড় বসিয়ে তৈরি করা হচ্ছে ছোট ছোট নৌকা। এ রকম ছোট ছোট নৌকা তৈরি করে তা বিভিন্ন স্থানে প্রচারের জন্য রেখে দেয়া হবে। মাশরাফির ভক্ত এই ক্ষুদ্র ব্যবসায়ী ইসহাক হোসেন বলেন, আমাদের বস মাশরাফি নৌকা মাকার্ নিয়ে দঁাড়িয়েছে। এমন সুযোগ আর পাব না, ব্যবসা-টাকা এগুলো বেঁচে থাকলে পরেও পাওয়া যাবে। ইসহাকের মতো সবজি বিক্রেতা মোবারক, মুদি দোকানি সাঈদ, কসমেটিকস বিক্রেতা মিশন ব্যবসা কমিয়ে এখন শুধুই মাশরাফির জন্য ভোটের মাঠে। মহিষখোলা কঁাচাবাজারের আরেক ফল বিক্রেতা মন্নু মোল্যা ব্যবসার সময় কমিয়ে নিয়ে সারাদিন মাশরাফির লিফলেট বিলি করছেন পাড়ায়-মহল্লায় আর বাসস্ট্যান্ডে। মাশরাফিপাগল এই ক্ষুদ্র ব্যবসায়ী কাউকে দেখলেই ভোট চেয়ে একটি করে ফল খাওয়াচ্ছেন। মাশরাফির পরিবার কিংবা আওয়ামী লীগের কোনো নেতা-কমীর্ হয়তো জানেনই না নিজের অথের্ কীভাবে নেমে পড়েছেন এলাকার গরিব, ক্ষুদ্র ব্যবসায়ীরা। জেলা ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি লায়েব আলী একটি মোটরসাইকেলে নিজ খরচে নৌকা মাকার্ স্থাপন করে তাতে লাইট জ্বালিয়ে সারাদির ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন, এলাকার সকল ইজিবাইক চালক মাশরাফির জন্য পাগল হয়ে গেছে, তারা নিজ নিজ খরচে মাশরাফির প্রচার চালাচ্ছে। আমাদের সোনার ছেলের জন্য করব না তো কার জন্য করব। পিছিয়ে নেই অন্য ব্যবসায়ীরাও। নিজেদের অথর্ ব্যয় করে প্রচারণায় অংশ নিচ্ছেন তারা। প্রচারের ব্যানারে তাদের নাম কিংবা ছবি শোভা পাচ্ছে কিন্তু গরিব খেটে খাওয়া মানুষের নিভৃতে নিঃস্বাথর্ভাবে মাশরাফির জন্য ভালোবাসা দেখে এলাকার ছেলে-বুড়ো সকলেই মাঠে নেমে পড়েছেন।