ভোটকেন্দ্র পাহারা দিন বগুড়ায় মিজার্ ফখরুল

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

স্টাফ রিপোটার্র, বগুড়া
শুক্রবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে নিবার্চনী কমির্সভায় উপস্থিত নেতাকমীের্দর হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর Ñযাযাদি
কমির্সভায় নেতাকমীের্দর ব্যাপক হট্টগোলের মধ্যে দিয়ে বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বগুড়ায় তার নিবার্চনী প্রচার কাযর্ক্রম শুরু করেছেন। তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে নিবার্চন করছেন। শনিবার পযর্ন্ত বগুড়ার বিভিন্ন স্থানে পথসভাসহ গণসংযোগ করবেন তিনি। নিবার্চনী প্রচার শুরুর প্রথম দিনের সকালে ছিল বগুড়া শহীদ টিটু মিলনায়তনে দলের কমির্সভা। আর এই সভার শুরুতেই দেখা গেছে তুমুল হট্টগোল। বাকবিতÐা ও হৈচৈর কারণে কমির্সভা শুরু হতে বিলম্ব হয়। কমির্সভা শুরুর পরে আরও এক দফা হট্টগোল হয়। পরে বিএনপি মহাসচিব তার বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানিয়ে বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর দেশের ভাগ্য নিধাির্রত হবে। এই ভোট নিধার্রণ করবে আমরা স্বাধীন না পরাধীন থাকব, দেশে গনতন্ত্র ফিরবে না একদলীয় শাসনের অধীনে চলে যাবে।’ তিনি অভিযোগ করেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে আটকে রাখা হয়েছে। তিনি নেতাকমীের্দর ধানের শীষের জন্য ঘরে ঘরে যাওয়া ও ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহŸান জানিয়ে বলেন, কেউ যেন ভোট কেড়ে নিতে না পারে। এই কমির্সভায় সভাপতিত্ব করা নিয়ে হট্টগোলের সূত্রপাত হয়। এই সভায় সভাপতিত্ব করার জন্য সদর আসনে বিএনপির নিবার্চন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র একেএম মাহবুবুর রহমানের নাম নিধাির্রত ছিল। তবে এতে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের গ্রæপ ক্ষুব্ধ হয়। মিজার্ ফখরুল সভাস্থলে আসার পর কমির্সভা শুরু হলে সভাপতিত্ব করা নিয়ে হট্টগোল বাধে। একদল নেতাকমীর্ মঞ্চে এসে মহাসচিবের সামনে চিৎকার, এবং একজনের হাত থেকে মাইক্রোফোনও ছিনিয়ে নেয়। এতে তুমুল হৈচৈ শুরু হয়, চলে ¯েøাগান পাল্টা ¯েøাগান। এক পযাের্য় মহাসচিব সবাইকে শান্ত হওয়ার অনুরোধ করলে পরিস্থিতি শান্ত হয়। পরে আবার মেয়র মাহবুব বক্তব্য দেয়া শুরু করলে হট্টগোল এবং তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেয়ার ঘটনা ঘটে। পরে মিজার্ ফখরুল বলেন, ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্নার মতো নেতারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিনিধিত্ব করতে এসেছেন। তিনি নেতাকমীের্দর ধানের শীষের জন্য ঘরে ঘরে যাওয়া ও ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহŸান জানিয়ে বলেন, কেউ যেন ভোট কেড়ে নিতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। ধানের শীষে এই ভোট দিলে খালেদা জিয়া মুক্ত ও তারেক রহমান দেশে ফিরবেন। বিএনপি মহাসচিব পরে বিকাল থেকে শহরের তিন মাথাসহ বিভিন্ন পয়েন্টে পথসভা ও গণসংযোগ করেন। শনিবারও বগুড়ায় তিনি পথসভা ও গণসংযোগ করবেন।