সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে সম্মান দিন: চুন্নু

প্রকাশ | ০১ জুলাই ২০২২, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সম্মান দেখানোর কথা জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, পদ্মা সেতু আমাদের সম্পদ, আমাদের গর্বের। এই পদ্মা সেতুু নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। কানাডার আদালতে দুর্নীতির অভিযোগ খারিজ হয়ে যায়। তখন যিনি সচিব ছিলেন তিনি রাষ্ট্রদূত। তখন যিনি যোগাযোগমন্ত্রী ছিলেন তিনি নির্দোষ প্রমাণ হয়েছেন। কিন্তু ওনাকে ভালো সম্মান দিতে দেখলাম না। আমি ধন্যবাদ জানাই বর্তমান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে। তিনি তখন মামলার কাজে কানাডা গিয়েছিলেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশন পরিচালনা খাতে বরাদ্দের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় মুজিবুল হক চুন্নু এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। এরপর গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান তার বক্তব্যের সময় বলেন, আইনমন্ত্রী যে কথা বলেছেন, আমার নেতা ডক্টর কামাল হোসেন বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি আইনমন্ত্রীর বাবা অ্যাডভোকেট সিরাজুল হকেরও ঘনিষ্ঠ ছিলেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী। \হআন্তর্জাতিক কোনো ডিনারে ওনার দাওয়াত পাওয়া স্বাভাবিক ব্যাপার। আমরা গুণীজনকে সম্মান দিতে পারি না। পরে মোকাব্বির খানের বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি কিন্তু যা বলেছি তা কাগজপত্রে আছে। কাগজপত্রে যা আছে, যা সত্য সেটা আমি বলেছি।