৭ লাখ বছরের পুরনো জীবাশ্ম

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জীবাশ্ম
প্রাগৈতিহাসিক যুগের একটি জীবাশ্ম উদ্ধার হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ আজেির্ন্টনায়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ওই জীবাশ্মটির বয়স ৭ লাখ বছর। তুরস্কভিত্তিক সংবাদসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজেির্ন্টনার রাজধানী বুয়েন্স আয়াসের্র জেনারেল আলভারাদো মিউনিসিপালিটি একটি লিখিত বিবৃতির মাধ্যমে জানায়, দেশটির পূবার্ঞ্চলীয় মার ডেল সুর নামের একটি সমুদ্র সৈকত দিয়ে এক পরিবার হেঁটে যাচ্ছিল। হঠাৎ তাদের চোখে পড়ে ওই জীবাশ্মটি। যে জায়গায় ওই জীবাশ্মটি খুঁজে পাওয়া গেছে, তা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। জীবাশ্মটি দেখার পর ওই পরিবার স্থানীয় পুতনা হারমেঙ্গো জাদুঘর কতৃর্পক্ষকে জানায়। পরে জাদুঘর কতৃর্পক্ষ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।