শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৫ কি.মি. সড়কে ৭ গ্রামের মানুষের ভোগান্তি

ম এস আর এ হান্নান
  ০৫ জুলাই ২০২২, ০০:০০

মাগুরার মহম্মদপুরের পোয়াইল-সূর্যকুন্ডু-ধোয়াইল সড়কের দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার, কিন্তু দুর্ভোগ অন্তহীন। সাত গ্রামের মানুষ দুর্ভোগে নাকাল। বর্ষা মৌসুমে এসব গ্রামের মানুষের দুর্দশার অন্ত থাকে না। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং বিভিন্ন মাঠের ফসল ঘরে তোলার ক্ষেত্রে ভোগান্তি আরও বাড়ে। নামে এটি সড়ক হলেও মনে হতে পারে ধান রোপণের জমি।

স্থানীয়রা জানান, এই সড়কটি দিয়ে উপজেলা সদরের সূর্যকুন্ডু, পোয়াইল, রায়পুর, শ্যামনগর, ধোয়াইল ও ধোয়াইল পাচুড়িয়াসহ সাত গ্রামের মানুষ চলাচল করেন। সড়কের অধিকাংশ জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই কাদা-পানি জমে ভয়াবহ অবস্থা তৈরি হয়। তখন এ সড়কে যানবাহন তো দূরে থাক- পায়ে হেঁটেও চলা দায়। রাস্তাটি খারাপ হওয়ায় সূর্যকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়।

সরেজমিনে দেখা যায়, ওই সড়কে অসংখ্য গর্ত, জমে আছে কাদা-পানি। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে যায় পুরো রাস্তা।

চা দোকানদার আমিনুর রহমান জানান, 'প্রতিদিন মহম্মদপুর সদরে যেতে হয়। একদিন দোকান বন্ধ থাকলে সংসার চালানো কষ্টকর হয়। বৃষ্টি হলে এ রাস্তা দিয়ে যাতায়াত খুবই কষ্টকর।'

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাদ্দাম হোসাইন বলেন, 'সড়কটি সংস্কারের বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে