ট্র্রেনের বগি বর্ণমালা দিয়ে চিহ্নিতকরণ রেলের ডিজিকে চিঠি দিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক

প্রকাশ | ০৫ জুলাই ২০২২, ০০:০০

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
বর্ণমালা দিয়ে ট্রেনের বগি চিহ্নিত করতে রেলওয়ের মহাপরিচালককে (ডিজি) চিঠি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। গত ২৮ জুন স্বাক্ষর করা এই চিঠিটি গত রোববার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়। এদিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ের মহাপরিচালককে রেলপথ মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া ছায়ালিপির কথা উলেস্নখ করে রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখার উপসচিব মো. তৌফিক ইমাম সোমবার একটি চিঠিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম তার চিঠিতে উলেস্নখ করেছেন, 'ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতিকারী ট্রেনের বগি বর্ণমালা দিয়ে চিহ্নিত না থাকায় স্বল্প সময়ের যাত্রাবিরতিতে ট্রেনে উঠতে যাত্রীরা ভোগান্তির শিকার হন। যেকোনো বগির ভেতর দিয়ে গিয়ে নিজ নিজ আসন বের করা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।' যাত্রীদের হয়রানি লাঘবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ের মহাপরিচালককে অনুরোধ করেন তিনি। এ বিষয়ে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, জেলার একটি মাসিক সমন্বয় সভায় নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান বিষয়টি তুলে ধরেন। চেয়ারম্যানের তুলে ধরা ও নিজের উপলব্ধি থেকে এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক বরাবর আবেদন করা হয়।