শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গরু কিনলে খাসি ফ্রি!

ম এস আর এ হান্নান
  ০৭ জুলাই ২০২২, ০০:০০

গরু কিনলে খাসি ফ্রি! ২৫ মণ ওজনের 'মানিক'-কে কিনলে সঙ্গে দেওয়া হবে ৫০ হাজার টাকা মূল্যের একটি বিরাট খাসি। মানিককে ১০ লাখ টাকা বিক্রির আশা করছেন কবির হোসেন। কবির হোসেন মাগুরার মহম্মদপুরের ঢুষরাইল গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্যার ছেলে।। তিনি পেশায় কৃষক। দুই বছর আগে ২ লাখ টাকা দিয়ে ব্রামা জাতের এঁড়ে বাছুর কিনেছিলেন তিনি। এরপর কৃষি কাজের পাশাপাশি ভাগ্যের চাকা ঘোরাতে মানিককে পরম যত্নে লালন-পালন করেন।

যত্ন ও লালন-পালনে বেশি সময়-শ্রম দেন কবির হোসেনের স্ত্রী চম্পা বেগম। গরুটিকে দেশি খাবার খাইয়ে বড় করা হয়েছে। মানিকের প্রতিদিনের খাদ্য তালিকায় ছিল-৭ কেজি ভুষি, ২ কেজি ছোলা, ২ কেজি খৈল, ২ কেজি চালের ভাত, আলু-বেগুনসহ বিভিন্ন ধরনের ফল, কাঁচা ঘাস। ওই হিসেবে দৈনিক ব্যয় প্রায় ৯শ টাকা।

গত ২ বছর ধরে নিজ বাড়ির গোয়াল ঘরে রেখে মানিককে লালন-পালন করা হয়েছে। এই দীর্ঘ সময়ে গরুটিকে ঘরের বাইরে বের করা হয়নি বললেই চলে। ২ বছর খাবার-দাবার ও চিকিৎসাসহ প্রায় ৪ লাখ টাকা ব্যয় হয়েছে। বাছুর কেনা থেকে শুরু করে এ পর্যন্ত মোট খরচ প্রায় ৬ লাখ টাকা। মানিকের ওজন এখন ২৫ মণ।

কবির হোসেন বলেন, 'কিছু স্বপ্ন পূরণের লক্ষ্যে মানিককে পালছি। এটি বিক্রি করে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে