সব পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে শামীম আরার

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ছিঁড়ে ফেলা পোস্টার
নানামুখী বাধা উপেক্ষা করে রাজধানীতে নিবার্চনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রাথীর্রা। ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রাথীর্ আহসান উল্লাহ হাসানের স্ত্রীকে একদিন আটক রেখে মুক্তি দিয়েছে পুলিশ। ঢাকা-১১ আসনে বিএনপির প্রাথীর্ শামীম আরার সব পোস্টার রাতের অঁাধারে ছিঁড়ে ফেলা হয়েছে। প্রত্যক্ষদশীর্রা জানিয়েছেন, গত শনিবার বিকেলে ঢাকা-১৬ আসনে বিএনপির প্রাথীর্ মহানগর বিএনপি নেতা আহসান উল্লাহ হাসানের স্ত্রী রিনা হাসানের নেতৃত্বে শতাধিক নারী কমীর্ লিফলেট বিতরণ করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের কমীর্রা অতকিের্ত তাদের ওপর হামলা চালায়। হামলায় আহত হয়েছেন হাসানের অন্তত ১৫ জন নারী কমীর্। এ সময় রিনা হাসানকে আটক করে পুলিশ। হাসান জানান, হামলার পর ১৩ নম্বর সড়কের বাসভবন থেকে তার স্ত্রী রিনা হাসান, শ্যালিকা রুমানা আক্তারসহ আরেক স্বজনকে আটক করে নিয়ে যায় পল্লবী থানা পুলিশ। একদিন আটকে রাখার পর রোববার বিকেলে তাদের মুক্তি দেয়। এরপর তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া শামীম আরার সব পোস্টার রাতের অঁাধারে ছিঁড়ে ফেলা হয়েছে। শনিবার রাতে একযোগে ভাটারা, বাড্ডা, হাতিরঝিল ও রামপুরা থানা এলাকায় লাগানো সব পোস্টার ছিঁড়ে ফেলে দুবৃর্ত্তরা। শামীম আরা বলেন, ক্ষমতাসীনরা এবার একতরফা প্রচারণা চালিয়েও পার পাবে না। মানুষের মনে ধানের শীষ। পোস্টার রাতের অঁাধারে ছিঁড়ে ফেললেও ৩০ ডিসেম্বর কেউ ভোটারদের ঠেকিয়ে রাখতে পারবে না।