ল²ীপুর-১

পাল্টাপাল্টি অভিযোগ আনোয়ার-সেলিমের

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আনোয়ার হোসেন খান শাহাদাত হোসেন সেলিম
ল²ীপুরের চারটি আসনের মধ্যে আলোচিত ল²ীপুর-১ (রামগঞ্জ)। নানা কারণে এ আসনকে ঘিরে রয়েছে আলোচনা-সমালোচনা ও জল্পনা-কল্পনা। এখানে আওয়ামী লীগ বা বিএনপির দলীয় প্রাথীর্ নেই। আছে তাদের জোটের শরিক দলের প্রাথীর্। নৌকা প্রতীকে লড়বেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন খান। আর ধানের শীষ নিয়ে মাঠে আছেন বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পাটির্র (এলডিপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। দুজনেই এই ভোটের ময়দানে নতুন মুখ। নিবার্চন যতই ঘনিয়ে আসছে ভোটের আমেজের পাশাপাশি কিছুটা রয়েছে ‘আতঙ্ক’ও। কোনো কোনো এলাকায় সহিংস হয়ে উঠছে নিবার্চনী মাঠ। প্রধান দুই জোটের নেতাকমীের্দর পাল্টাপাল্টি কমর্সূচিতে রয়েছে উত্তেজনা। নিবার্চনী কাযার্লয়ে অগ্নিসংযোগ, ভয়-ভীতি প্রদশর্ন, নেতাকমীের্দর ওপর একের পর এক হামলার ঘটনায় ভোটারদের মধ্যে ‘আতঙ্ক’ বিরাজ করছে। হয়েছে মামলাও। গত ১৪ ডিসেম্বর সকালে ল²ীপুর প্রেসক্লাবে নৌকার প্রাথীর্ আনোয়ার হোসেন খান এ বিষয়ে সংবাদ সম্মেলনও করেন। এ সময় তিনি বলেন, এলাকায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। নিবার্চনী অফিসে অগ্নিসংযোগ করেছে। তারা ভোটের পরিবেশ নষ্ট করছে। প্রশাসনের কাছে এর প্রতিকারও চান তরিকত ফেডারেশনের এই নেতা। এদিকে পাল্টা সংবাদ সম্মেলন করেন এলডিপি নেতা সেলিমও। গত ১২ ডিসেম্বর আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) তোতা মিয়া-ই বিতকির্ত ভূমিকা পালন করছেন। তাই ওসির প্রত্যাহার চান তিনি। স্থানীয় পুলিশ সূত্র জানায়, গত ১৩ ডিসেম্বর ভোরে উপজেলার করপাড়া ইউনিয়নের শ্যামপুর মিয়ার বাজারে নৌকা প্রতীকের নিবার্চনী কাযার্লয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ওই ইউনিয়নের ২ নম্বর ওয়াডর্ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরিদ বাদী হয়ে মামলা করেছেন। এতে স্থানীয় রাজু, দুলাল, মেহেদী হাসানসহ ১০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত পরিচয়ে ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। তারা বিএনপি ও সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতাকমীর্। ভোটাররা বলছেন, নিবার্চনে দুই জোটের প্রাথীর্রা শক্তির মহড়া দিচ্ছে। ভোট যত ঘনিয়ে আসছে, আমাদের মধ্যে ততই আতঙ্কিত হচ্ছেন। অনেকেই সহিংসতায় জড়িয়ে পড়ছেন। পরিস্থিতি আরও সংঘাতের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিবার্চনে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে এ আসনে প্রশাসন বিশেষভাবে নজর দেয়ার দাবি জানান তারা। যোগাযোগ করা হলে মহাজোটের প্রাথীর্ অনোয়ার হোসেন খান বলেন, নিবার্চন ঘিরে বিএনপি-জামায়াত, এলডিপির লোকজন সন্ত্রাসী কমর্কাÐে লিপ্ত। ভোটের মাঠে তাদের কোনো অবস্থান নেই। এতে হতাশ হয়ে বহিরাগত ক্যাডার এনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তবে এসিব অভিযোগ মিথ্যা বলে উল্টো মহাজোট প্রাথীর্ ও শরিক দলের কমীর্-সমথর্কদের দুষছেন এলডিপির শাহাদাত হোসেন। তার ভাষ্য, এসবের কোনোটাই ঠিক নেই। আমার নেতাকমীের্দর হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এমনকি আমার বাড়িতেও হামলা হয়েছে। নিবার্চনের পরিবেশ নেই। যোগাযোগ করা হলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) তোতা মিয়া বলেন, আওয়ামী লীগ কাযার্লয়ে আগুন দেয়া ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। এখানে নিবার্চনের পরিবেশ স্বাভাবিক রয়েছে। ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানান তিনি। রামগঞ্জ উপজেলা নিয়েই ল²ীপুর-১ আসন। এটি বিএনপির ঘঁাটি হিসেবে পরিচিত বলে জানালেন স্থানীয়রা। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নিবার্চনে এ আসনে বিএনপির প্রাথীর্ জিয়াউল হক জিয়া সংসদ সদস্য নিবাির্চত হন। মন্ত্রী হয়ে এলাকায় তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। ২০০৮ সালেও বিএনপি প্রাথীর্ নাজিম উদ্দিন নিবাির্চত হয়েছেন এ আসনে। একাদশ জাতীয় সংসদ নিবার্চনেও বিএনপির মনোনয়ন চান তিনি। কিন্তু জোটগত কারণে এলডিপির শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষ প্রতীক দেয়া হয়েছে। এ আসনে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে বতর্মান ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৪৮১ জন। ২০১৪ সালের নিবার্চনে মোট ভোটার ছিলেন ১ লাখ ৮৫ হাজার ৬৬৯ জন। গত পঁাচ বছরে এখানে ভোটার বেড়েছে ৩৩ হাজার ৮১২ জন।