অনলাইনে বদলি

প্রাথমিক শিক্ষকদের সঙ্গে যুক্ত হবেন শিক্ষা কর্মকর্তারা

১ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু

প্রকাশ | ০৬ আগস্ট ২০২২, ০০:০০ | আপডেট: ০৬ আগস্ট ২০২২, ০৯:১৭

ম আমানুর রহমান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো উপজেলা প্রাথমিক শিক্ষা ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের বদলিও অনলাইনের আওতায় আনা হবে। এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি এক মাস পিছিয়ে দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত ঘোষণা ও নির্দেশনা আগামী সপ্তাহে দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার বলেন, প্রায় সমমর্যাদা ও স্কেলের কর্মকর্তা হওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের বদলিও অনলাইনের আওতায় আনা হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। যদিও প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি পহেলা আগস্ট থেকে শুরুর কথা বলা হয়েছিল। মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম আপাতত স্থগিত রাখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলির জন্য যে সফটওয়্যার তৈরি করা হয়েছে, তাতেই উপজেলা প্রাথমিক শিক্ষা ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের বদলি কার্যক্রম পৃথকভাবে করা যাবে কি না, তা জানতে সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়া গেলেই আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা ও সহকারী কর্মকর্তাদের বদলি অনলাইনে শুরু হবে। জানা গেছে, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান অনলাইন বদলি নিয়ে টেলিভিশন টক শোতে উপজেলা প্রাথমিক শিক্ষা ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের বদলি অনলাইনের আওতায় আনার ইঙ্গিত দিয়েছেন। উলেস্নখ্য, প্রায় তিন বছরের অধিক সময় বন্ধ থাকার পর নতুন নিয়ম ও পদ্ধতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম অনলাইনে শুরু করার উদ্যোগ নেওয়া হয়। গত ২৮ জুলাই এ কার্যক্রমের প্রতীকী উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এর আগে গত ৩০ জুন গাজীপুরের কালিয়াকৈরে পরীক্ষামূলকভাবে নতুন পদ্ধতিতে ১৮টি বিদ্যালয়ে শূন্য পদে বদলি করা হয়েছে। এই কার্যক্রমের পরীক্ষামূলক (পাইলটিং) উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং স্থানীয় এমপি আ ক ম মোজাম্মেল হক। তবে ঢাকাসহ সারা দেশের ১১টি মহানগরে কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। মহানগরের বাইরে কর্মরত কোনো শিক্ষকের মহানগরে বদলি হওয়ার কোনো সুযোগ নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় উপজেলাভিত্তিক। তাই সাধারণ নিয়মে উপজেলার মধ্যেই শিক্ষকদের বদলি হতে হবে। তবে বিশেষ কারণে উপজেলা বা জেলা পরিবর্তনেরও সুযোগ আছে। বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। অপরদিকে, দেশে মোট ৪৯২টি উপজেলায় ২ জন করে উপজেলা প্রাথমিক শিক্ষা ও সহকারী শিক্ষা কর্মকর্তা রয়েছেন। সে হিসাবে এ কর্মকর্তাদের সংখ্যা হচ্ছে হচ্ছে ৯৮৪ জন। মোট শিক্ষক কর্মরত রয়েছেন প্রায় পৌনে ৪ লাখ। এছাড়া চলতি বছরই আরও ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।