সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
১৫ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় চারা রোপণের নির্দেশ ম যাযাদি রিপোর্ট ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। শোক দিবস পালনে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় কমপক্ষে একটি গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বিদ্যালয় পর্যায়ে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে বিদ্যালয়ের এসএমসি, পিটিএসহ বিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করার জন্য এবং জাতীয় শোক দিবসে বিদ্যালয় আঙিনায় কমপক্ষে একটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে। উখিয়ায় ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় তৈরি বিভিন্ন প্রকার ধারালো চাপাতিসহ ৫ রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটকরা হলেন ক্যাম্পের সি-৪ বস্নকের মোহাম্মদ ইসমাইলের ছেলে সুলতান আমিন (২০), সোনা আলীর ছেলে মুরশিদ আলম প্রকাশ শফিক (২৮), ই-১ বস্নকের ইমাম হোসেনের ছেলে জুবায়ের (২০), ১ নম্বর ক্যাম্পের (ওয়েস্ট) ই-৯ বস্নকের মকতুল হোসেনের ছেলে নুর তাহের (২৬) ও মো. ইলিয়াসের ছেলে রফিক আলম (১৮)। এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রোববার রাত সাড়ে ১২টার দিকে কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। রাজশাহীর ৯৫২টি পুকুর মাটি ভরাট না করতে হাইকোর্টের নির্দেশ ম যাযাদি ডেস্ক রাজশাহী সিটি করপোরেশন এলাকায় থাকা ৯৫২টি পুকুর সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসব পুকুরে যেন মাটি ভরাট না করতে পারে তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৪ সালে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় থাকা ৯৫২টি পুকুর সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। হাইকোর্ট তখন রুল জারির পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় কত পুকুর আছে, তা জানাতে রাজশাহী জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেন। জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় ৯৫২টি পুকুর রয়েছে।