সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ আগস্ট ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
১৭ আগস্ট সারাদেশে বিক্ষোভ করবে আওয়ামী লীগ ম যাযাদি রিপোর্ট বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সারাদেশে আগামী ১৭ আগস্ট বিক্ষোভ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত সব নেতাকর্মীকে এই কর্মসূচি পালনের সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন। উলেস্নখ্য, ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। দুই দলের সঙ্গে ইসির সংলাপ ৫ সেপ্টেম্বর ম যাযাদি রিপোর্ট জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিকে সংলাপে বসার জন্য আগামী ৫ সেপ্টেম্বর ফের সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে নির্ধারিত সময়ে দল দুটি পরবর্তীতে সময় চেয়ে আবেদন করেছিল। বৃহস্পতিবার ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেপির সঙ্গে এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। উখিয়ায় দুই রোহিঙ্গা মাঝি হত্যাকান্ডের ৩ আসামি গ্রেপ্তার ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা মাঝি নিহতের ঘটনায় জড়িত ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটকরা হলেন- জামতলী ক্যাম্প-১৫, বস্নক-সি/১ এর বাসিন্দা সোনা মিয়ার ছেলে সাহ মিয়া (৩২), একই ক্যাম্পের বস্নক-সি/৬ এর জাফর আলমের ছেলে মো. সোয়াইব (১৯) ও রশিদ আহম্মেদ এর ছেলে জাফর আলম (৫৪)। ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসাইন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। আটকরা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা মাঝি নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন (৩০) বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং-৫৩, তাং-১১/০৮/২০২২ ইং। মামলায় ৮ জনসহ অজ্ঞাতনামা ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা হেড মাঝি আবু তালেব ও সাব বস্নক মাঝি ছৈয়দ হোসেনকে গুলি করে হত্যা করে।