জাপানে আঘাত হেনেছে 'মেয়ারি'

প্রকাশ | ১৫ আগস্ট ২০২২, ০০:০০

যাযাদি ডেস্ক
জাপানের দক্ষিণ-পশ্চিম শিজুওকা প্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মেয়ারি। স্থানীয় সময় শনিবার বিকেলের দিকে আঘাত হানায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস শুরু হয়েছে। এ অবস্থায় ভূমিধস এবং বন্যার আভাস দিয়ে সতর্ক করেছে প্রশাসন। জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গ্রীষ্মকালীন ঝড় মেয়ারির কারণে জাপানের হোনশু দ্বীপে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে। সম্ভাব্য ভূমিধসের কারণে সেখানকার প্রধান শহর শিজুওকা থেকে ৭২ হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। রোববার ভোরে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে ঝড়টি পূর্ব দিকে যাওয়ার আগে উত্তর দিকে থাকবে বলে ধারণা করা হচ্ছে। টোকিওতে শনিবার সকালে ভারী বর্ষণের ফলে জনজীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলে। টোকিও, দক্ষিণ-পশ্চিম কানাগাওয়া প্রিফেকচার এবং আশপাশের উপকূলীয় এলাকায় বড় ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকি এড়াতে নিপ্পন এয়ারওয়াজ বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। ভারী বৃষ্টিতে কয়েক জায়গার বুলেট ট্রেনও ছেড়ে যেতে বিলম্ব হয়েছে। তবে টোকিওতে রোববার ভোরে বৃষ্টিপাত কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।