চট্টগ্রামে জিলস্নুর ভান্ডারী হত্যা মামলার আসামি ৭ বছর পর গ্রেপ্তার

প্রকাশ | ১৫ আগস্ট ২০২২, ০০:০০

যাযাদি ডেস্ক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিলস্নুর ভান্ডারী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোতা মিয়াকে দীর্ঘ সাত বছর পর গ্রেপ্তার করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব)। শনিবার ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করে র?্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে জিলস্নুর ভান্ডারীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন বাদী হয়ে আটজনের নাম উলেস্নখ ও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা রেখে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ১৫ ফেব্রম্নয়ারি আদালত অভিযুক্ত দুই আসামিকে মৃতু্যদন্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তদের একজন তোতা মিয়া।