বাম জোটের হরতালে যেন বিএনপি লাভবান না হয় :তথ্যমন্ত্রী

প্রকাশ | ১৮ আগস্ট ২০২২, ০০:০০

ম যাযাদি ডেস্ক
গণতান্ত্রিক বাম জোটের হরতাল কর্মসূচির কারণে বিএনপি ও দেশবিরোধী অপশক্তি যেন লাভবান না হয়- সেই বিষয়ে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ শতর্ক করেন। জ্বালানি তেলের দাম কমানোসহ কয়েকটি দাবিতে আগামী ২৫ আগস্ট দেশজুড়ে অর্ধদিবস হরতাল ডেকেছে গণতান্ত্রিক বাম জোট। তথ্যমন্ত্রী বলেন, 'বাম ভাইয়েরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এজন্য আমি তাদের সম্মান করি। কিন্তু বাম ভাইয়েরা হরতাল ডেকেছেন, গণতান্ত্রিক নিয়ম মেনে যে কেউ প্রতিবাদ করতে পারেন। কিন্তু বাম ভাইদের আমি বিনীত অনুরোধ করব তাদের কর্মকান্ডে যেন স্বাধীনতাবিরোধী, জঙ্গিগোষ্ঠী এবং দেশবিরোধী অপশক্তি বিএনপিসহ অন্যরা যেন লাভবান না হয়। তাদের হাতে যেন দেশটা চলে না যায় সেভাবেই তারা তাদের কর্মকান্ড করবেন এটাই আমার অনুরোধ।' ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, 'জন্মদিন থেকে তো সরে আসেনি বিএনপি। ১৫ আগস্ট জন্মদিন ঠিক রেখেছে। এটা ঠিক রেখে পরের দিন মিলাদ বা অন্য কর্মসূচি তারা পালন করছে।' তিনি বলেন, 'উনি যে ওনার জন্মের তারিখ বদলে দিয়ে যেটি বিয়ে রেজিস্ট্রারে নাই, পাসপোর্টে নাই, যেটা মেট্রিক পরীক্ষার ফরম ফিলাপের মধ্যে নাই উনি হঠাৎ করে '৯৭-৯৮ সালে যে ওনার জন্ম হলো ১৫ আগস্ট এটি তো ওনারা বদলাননি। এটি না বদলানো পর্যন্ত ১৬ তারিখ করুক বা ১৭ তারিখ করুক কিছু যায় আসে না।' জ্বালানি তেলের দাম সমন্বয়ের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের মুনাফা বাড়াতে পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন মন্ত্রী। তিনি বলেন, এজন্য সরকার প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি হয়েছে। শুধু যে বাংলাদেশে হয়েছে তা নয়। তবে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের মুনাফা বাড়াতে পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন এবং পরিবহণ খরচও তারা বাড়িয়ে দিয়েছেন। এটি কোনোভাবেই কাম্য নয়, গ্রহণযোগ্য নয়। আমাদের সরকার মনিটর করছে। আমি আশা করব ব্যবসায়ী নেতারাও এ ক্ষেত্রে ভূমিকা রাখবেন। সরকার প্রয়োজনে এদের বিরুদ্ধে কঠোর গ্রহণ করবে।