সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ আগস্ট ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রাথমিক স্কুলের কমিটি এমপিদের সুপারিশ অবৈধ :হাইকোর্ট ম যাযাদি ডেস্ক সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটিতে স্থানীয় সংসদ সদস্য কর্তৃক সুপারিশ করার বিধান অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে কমিটিতে স্থানীয় সংসদ সদস্য কোনো সুপারিশ করতে পারবেন না বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। মঙ্গলবার এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার তাপস কান্তি বল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। কোটি টাকার অবৈধ সম্পদ পাউবোর প্রকৌশলীর বিরুদ্ধে মামলা ম যাযাদি ডেস্ক প্রায় কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী খন্দকার মুঈনুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। চিটাগাং রোডে গাড়ির ধাক্কায় সিকিউরিটি গার্ডের মৃতু্য ম যাযাদি ডেস্ক রাজধানীর চিটাগাং রোডের শ্যামপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাহিন (৩৫) নামে এক সিকিউরিটি গার্ডের মৃতু্য হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহিনের স্ত্রী মরিয়ম এ তথ্য নিশ্চিত করেন। বাউবি :এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার ম গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হবে। বাউবি'র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ডক্টর আ. ফ. ম মেজবাহ উদ্দিন জানান, সারাদেশে ২৭৫টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এসএসসি পরীক্ষায় ৫১ হাজার ২শ' ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তাদের মধ্যে ৩২ হাজার ৮শ' ৬০ জন পুরুষ এবং ১৮ হাজার ৩শ' ৬৮ জন নারী। শুক্র ও শনিবার সকাল ও বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হবে।