সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০১ অক্টোবর ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
হেফাজতের আমির
মুহিব্বুলস্নাহ বাবুনগরী
হাসপাতালে
ম যাযাদি রিপোর্ট
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আলস্নামা মুহিব্বুলস্নাহ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
তিনি বলেন, আলস্নামা মুহিব্বুলস্নাহ বাবুনগরী শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। বৃহস্পতিবার হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাবুনগরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
কারখানা অপরিচ্ছন্ন থাকায় অলিম্পিয়া বেকারিকে ২ লাখ টাকা জরিমানা
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর মিরপুরে অলিম্পিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারিকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ বেকিং পাউডার, কারখানায় মরা ইঁদুরের গন্ধ, যত্রতত্র ময়লা-আবর্জনা ও পাউরুটির মোড়কের গায়ে কারখানার ঠিকানা না থাকায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
শুক্রবার মিরপুর মডেল থানা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে এই বেকারিকে জরিমানা করে ভোক্তা অধিকার।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল। এ সময় ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান সঙ্গে ছিলেন।
শাহবাগে ছুরিকাঘাতে
তৃতীয় লিঙ্গের
নীলা নিহত
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর শাহবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের আব্দুস সাত্তার ওরফে নীলার (৩৫) মৃতু্য হয়েছে। এ ঘটনায় সিফাত (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পরীবাগ এলাকার ফুটওভার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নীলা মগবাজার রেলগেট এলাকায় রাত ১টায় গুরুতর আহত অবস্থায় নীলাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, 'বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় সিফাত নামে এক কিশোরকে আটক করা হয়েছে।'