বাংলাদেশ কোস্ট গাডের্র আয়োজনে ঐঅঈএঅগ

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গাডের্র আয়োজনে ১৮টি দেশের কোস্ট গাডের্র সমন্বয়ে বুধবার সকাল ১০টায় ঢাকায় হোটেল দি ওয়েস্টিনে ২ দিনব্যাপী ১৪তম ঐঊঅউ ঙঋ অঝওঅঘ ঈঙঅঝঞ এটঅজউ অএঊঘঈওঊঝ-এর ওয়াকির্ং লেভেল মিটিংয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কোস্ট গাডর্ বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া, বাহরাইন, হংকং, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড, তুরস্ক এবং ভিয়েতনামের কোস্ট গাডর্, মেরিটাইম এজেন্সিগুলো এবং জঊঈঅঅচ- ওঝঈ (ঞযব জবমরড়হধষ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ অমৎবসবহঃ ড়হ ঈড়সনধঃরহম চরৎধপু ধহফ ধৎসবফ ৎড়ননবৎু ধমধরহংঃ ংযরঢ়ং রহ অংরধ)-এর ৪১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি