বিকাশে সহজেই পল্লী বিদ্যুতের বিল পরিশোধ

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
এখন থেকে পল্লী বিদ্যুতের গ্রাহকরা তাদের বিকাশ একাউন্টের মাধ্যমে যেকোনো সময় বিল পরিশোধ করতে পারবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার সোমবার এক অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর মো. সাহাব উদ্দিন, বিকাশের চিফ কমির্শয়াল অফিসার মিজানুর রশীদ এবং চিফ এক্সটার্নাল অ্যান্ড কপোের্রট অ্যাফেয়াসর্ অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)। অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে পল্লী বিদ্যুতের দুই কোটিরও বেশি গ্রাহকের বিল পরিশোধ ঝামেলামুক্ত, সহজ, সাশ্রয়ী এবং নিরাপদ করতে ফিনান্সিয়াল সাভির্স প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ, মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের কারিগরি সহায়তায় ‘পে বিল’ সেবা চালু করেছে। কেবল বিল পরিশোধই নয়, পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিদ্যুৎ বিলের পরিমাণও তাদের বিকাশ একাউন্টের মাধ্যমে চেক করতে পারবেন। বিল পরিশোধ করতে গ্রাহককে *২৪৭# ডায়াল করে মেন্যু থেকে ৫ নম্বর ‘পে বিল’ নিবার্চন করতে হবে। এরপর কিছু ইন্টারঅ্যাকটিভ ধাপ অনুসরণ করে বিল পরিশোধ সম্পন্ন করা যাবে। শুরুতে বিকাশের ইউএসএসডি মেনু থেকে এই সেবা নেয়া যাবে। পরবতীের্ত বিল পেমেন্ট সেবাটি বিকাশ অ্যাপেও অন্তভুর্ক্ত হবে। বিজ্ঞপ্তি