ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষাথীর্র মৃত্যু

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে তানভিরুল আরেফীন অমি নামের এক বাংলাদেশি ছাত্রের মৃত্যু হয়েছে। তার লাশ বাথটাবে পড়েছিল, আর ঝরনা দিয়ে পানি পড়ছিল। তানভিরুল সাউথ ফ্লোরিডা ইউনিভাসিির্টর কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বষের্র ছাত্র ছিলেন। ইউনিভাসিির্ট ক্যাম্পাসসংলগ্ন ভাড়া বাসায় ২ জুলাই তিনি মারা যান বলে প্রাথমিক খবরে জানা গেছে। তানভিরুলের জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাদিনগর। তানভিরুলের স্বপ্ন ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। তার বাবার নাম মোহাম্মদ রহমত উল্লাহ আর মায়ের নাম নাসরিন আকতার। পারিবারিক সিদ্ধান্তে তানভিরুলের লাশ ৯ জুলাই দুপুরে নিউইয়কের্র লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হয়। নিউইয়কের্র রিচমন্ড হিলে বসবাসকারী তানভিরুলের চাচা জহিরুল ইসলাম জানান, তানভিরুল শান্তশিষ্ট ছিলেন। বই আর কম্পিউটার নিয়ে বসলে অনেক সময় খাওয়ার কথাও ভুলে যেতেন। গত ১৬ জুন তাদের মধ্যে ফোনে সবের্শষ কথা হয়। গত সপ্তাহে তাকে ফোন দেয়া হলে তিনি ফোন ধরছিলেন না। পরে তার এক বন্ধুকে খেঁাজ নিতে ফোন করেন তিনি (চাচা)। সেই বন্ধু তানভিরুলের বাসায় গিয়ে দেখতে পান, তার ঘরের ভেতর আলো জ্বলছে, কিন্তু দরজা বন্ধ। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে তানভিরুলের লাশ উদ্ধার করে।