দৃক গ্যালারিতে রোহিঙ্গাদের নিয়ে আলোকচিত্র প্রদশর্নী ১৩-১৫ জুলাই

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
নিমের্ঘ ফাউন্ডেশন এবং আটর্ ফর কজ : পাটর্ - ১ এর উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসর্িিটর পৃষ্ঠপোষকতায় রাজধানীর দৃক গ্যালারিতে ১৩-১৫ জুলাই “রোহিঙ্গাদের না বলা গল্প” শিরোনামে এক শিল্পকমর্ প্রদশর্নীর আয়োজন করা হয়েছে। বুধবার রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর ৭১ মিলনায়তনে আয়োজিত “আটর্ ফর কজ : পাটর্-১ - রোহিঙ্গাদের না বলা গল্প” শিরোনামে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ‘আটর্ অব কজ’ এর প্রধান দুই উদ্যোক্তা গ্রীন হেরাল্ড স্কুলের শিক্ষাথীর্ মো. শাদাব নাভিদ ও দীপ্ত বিশ্বাস, নিমের্ঘ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইন্টারন্যাশনাল তাকির্স হোপ স্কুলের ও লেভেল শিক্ষাথীর্ ফারিয়া সাফা খান, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেল শিক্ষাথীর্ সাদাৎ আনোয়ার ও স্কলাসটিকা স্কুলের ‘এ’ লেভেল শিক্ষাথীর্ জেরিন সুবাহ রোদেলা। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টা. ইউনিভাসিির্টর স্টুডেন্টস অ্যাফেয়াসের্র পরিচালক সৈয়দ মিজানুর রহমান, উধ্বর্তন সহকারী পরিচালক (মিডিয়া ল্যাব) শেখ মো. আব্দুর রাজ্জাক, উধ্বর্তন সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল প্রমুখ। বিজ্ঞপ্তি