সূযের্র আংশিক গ্রহণ ঘটবে কাল

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০ | আপডেট: ১২ জুলাই ২০১৮, ০০:৪৭

অনলাইন ডেস্ক
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, জলবায়ু মহাশাখার প্রদত্ত তথ্য অনুয়াযী আগামীকাল শুক্রবার সূযের্র আংশিক গ্রহণ ঘটবে। গ্রহণটি বাংলাদেশে দেখা যাবে না। গ্রহণটির কেন্দ্রীয় গতিপথ দক্ষিণ মহাসাগরে। ঐদিন গ্রহণের সবোর্চ্চ মাত্রা হবে ০.৩৩৫। দক্ষিণ-পূবর্ অস্ট্রেলিয়া হতে উত্তর অ্যান্টাকির্টকা পযর্ন্ত গ্রহণটি দৃশ্যমান হবে। খবর আইএসপিআর।